মানব দেহের মাঝেই থাকে
ষড়রিপুর বাসা,
সকল বিরূপ কাজের পিছে
তারাই সর্ব নাশা।
ষড়রিপুর পড়লে ফাঁদে
হয়না কভু ভালো,
মনকে করে বিপথগামী
জীবনটা হয় কালো।
এদের থেকে মুক্তি পাওয়া
সহজ নয়কো মোটে,
মোহ মায়া হবে মিলে
বিবেক বুদ্ধি লোটে।
সাধুসঙ্গ শাস্ত্র নীতি
সংযম আনে মনে,
বিবেক চেতন জেগে উঠে
সহৃদয় ভাব সনে।
থাকলে দূরে এসব থেকে
খুলবে মোক্ষ দুয়ার,
জীবন কষ্ট দূরে গিয়ে
আসবে সুখের জোয়ার।