হাতির পিঠে আসছে উমা ধরা এবার,
খুশির দোলা জগৎ মাঝে,
মন উতলা
সকাল সাঁঝে।
শিউলি ঝরে ভোরের বেলা মাটির ‘পরে,
শিশির পড়ে সবুজ ঘাসে,
রবি ছটায়
ঝিলিক রাশে।
কাশের ফুলে চামর সম দোদুল দোলা,
ব্যাকুল বায় চলছে ধায় ,
বলাকা সব
উড়ে যে যায়।
পদ্ম কলি জলের মাঝে শালুক সনে,
ঢেউ তালেতে নাচছে পলে,
মেঘের ছায়া
প্রকাশ জলে।
অবাক চোখে দেখছি চেয়ে প্রকৃতি রূপ,
রূপের মোহে মুগ্ধ যে হই,
সুখ আবেশে
তাকিয়ে রই।