মুঠোফোন লোক ঘাঁটছে যত
যোগ জিজ্ঞাসা কমছে তত
ফোনেই থাকে মেতে,
চ্যাটিং করে কমেন্টস লাইকে
চায় যে সবাই পেতে।
মারণ নেশা জেনো ফোনটা
বাজবে যেদিন বিপদ ঘন্টা
কমবে চোখের দৃষ্টি,
অনুতাপে ভুগতে হবে
নামবে অশ্রু- বৃষ্টি।
ফোনের মাঝে হরেক খেলা
নাচে গানে খুশির মেলা
লেখাপড়ার ক্ষতি,
শাসন বারণ শোনে নাকো
দুষ্টু চপল মতি।
অবক্ষয়ের পথে সমাজ
মুঠোফোনের নেশাতে আজ
ঘুচবে কবে ভ্রান্তি!
বোধে যদি জাগে সবাই
ফিরবে তবে শান্তি।