গরম গরম জ্বলে গেলো
ঝাপসা যেন দৃষ্টি
বর্ষারানী এসে গেছে
করো নব সৃষ্টি।
কৃষক ভায়া মাঠে গিয়ে
পোঁতো ধানের চারা
অনেক অনেক ফসল হলে
পড়ব না’ কেউ মারা।
দাবদাহে ফুটিফাটা
বর্ষারানী এলো
নুতন শস্য বপন করে
খুশির পাখা মেলো।
গরমকালে সবাই হয়তো
পেয়েছো খুব কষ্ট,
বহু তরু জলাভাবে
হয়ে গেছে নষ্ট।
গরম বলো শীতে বলো
পশু পাখির কষ্ট
বর্ষা এলে ওদের বাসা
হয়ে যায়’তো নষ্ট।