কষ্ট এসে কুড়িয়ে নিলো প্রেম
হাতজোড়া কাঁধ হাঁপাচ্ছিলে , চুপ্ !
প্রেম রেখেছি মেঘ -ছোঁয়া নলকূপে
আষাঢ়ে নয় , একান্তে টুপ টুপ ।
আকাশ মাটির দূরত্ব নয় বেশি
জ্যোৎস্না সাঁকো পেরোতে এক পলক ,
আহুতি নয় , আগুনজলের হাত-ই
গড়তে পারে দ্বৈত মনের ভূলোক ।
কষ্ট এসে কুড়িয়ে নিলো প্রেম
হাতজোড়া কাঁধ হাঁপাচ্ছিলে , চুপ্ !
প্রেম রেখেছি মেঘ -ছোঁয়া নলকূপে
আষাঢ়ে নয় , একান্তে টুপ টুপ ।
আকাশ মাটির দূরত্ব নয় বেশি
জ্যোৎস্না সাঁকো পেরোতে এক পলক ,
আহুতি নয় , আগুনজলের হাত-ই
গড়তে পারে দ্বৈত মনের ভূলোক ।