মোহ আর মায়ার মহিমা গড়িয়ে যেতে যেতে
মন যখন বিভোর হয়ে ওঠে
বুকের নদীতে বান ডাকে
ভাসাও তরী বলে উঠোনে ঢুকে পড়ে
প্লাবনের নতুন জল…
আত্মতাড়নার কাতর স্রোতে গা ভাসিয়ে যেতে যেতে
শরীর যখন স্পর্শকাতর হয়ে ওঠে
নিজেই নিজের আড়াল ভাঙে
জাগাও সুর বলে অন্তঃপ্রাণে ঢেউ তোলে
চর্যাপদের আড় বাঁশি…
অভিসারে আত্মবিহ্বল ঝড়ের রাতের বর্ণমালায়
বন্ধন ভাঙা মুহূর্তের ছবি আঁকতে আঁকতে
আমি ঘনঘোর বিদ্যুতের চকিত আলোয় প্রস্ফুটিত
তোমার দু’চোখের অতল গভীরে হারিয়ে যেতে থাকি
আর ওই তুমুল ঝড় বৃষ্টির ভেতর আমাকে
সমর্পণ করতে থাকি
তুমি ধারণ করে রাখ সে- সমাপন
অন্য দিকে আমি উৎসর্গ করি নিঃশর্ত আশ্রয় ।