হাত নাড়া প্রতীক্ষার লোভে বারবার
ফিরে আসে ঘরে , পাতা ও পথিক ।
আরও এক আশ্চর্য পালক পোষে অজানার ডানা ।
গৌতম , নিমাই -এর সাথে অতি সাধারন
‘ ধাতুরিয়া’ও অবাক বোধির বিন্যাসে
ঘর ছেড়ে অভিজ্ঞ আরণ্যক ফুল হয়ে ফোটে ।
আসলে পাইনটান শেকড়ের রসস্রোত বেয়ে
সর্বত্র ছড়িয়ে শেষে আকাশ গঙ্গায় ।
কীভাবে হারাবে রথ , পথ না ছাড়ালে !
ঘর ও বাহিরে ঘোরে প্রশ্নের অনন্ত ঘুড়ি ।
কেউই ফ্যালনা নয়
বোধ্য সমাধান খোঁজ রোজ শুধু
সমীকরণহীন জীবনের অবোধ্য বিস্ময় ।