রাতের বাতাসে মৃদু লয়ে শ্বাস বয়,
গোপনে গভীরে অচেনা স্বপ্ন ভাসে।
কত বসন্তে অন্তর গেছে পুড়ে ,
এখনও বুঝিনি কেন সে এলো না কাছে।
অস্থির পায়ে এলোমেলো পথচলা,
বুকের গভীরে যদিও অস্ত-রাগ ,
অন্ধকারের আস্তর ছিঁড়ে ফেলে
মুছে ফেলি যত পুরানো ক্ষতের দাগ
বসন্ত-রাত বেদনায় মাখামাখি ,
আশার প্রদীপ একাকী তবুও জাগে।
পৃথিবীর বুকে নূতন উপাখ্যান
পূবাকাশ সাজে রক্তিম অনুরাগে।