আসবে বলে ঘর সাজালুম
বকুল ফুল তুলে
নিঝুম চুলে গন্ধ দিলুম
আতর শিশি খুলে।
ইচ্ছে করে জেগে থাকলুম
কৃষ্ণা চতুর্দশী
ভোর রাতেতে পূব আকাশে
চিলতে কাস্তে হাসি।
একটু পরে মিলিয়ে গেলো
মলিন চন্দ্রপ্রভা
দিনমনি তখন এলো
অরুণদয়ের ছটা।
টুপ টাপ সব নিভে গেল
নক্ষত্রের আলো
দিনের বেলা সুরমা ছোঁওয়া
চোখ যে আমার কালো।
তোমার আসার আশায় এমন
রাতের পর রাত
মনের মাঝে রিম ঝিমি রিম
মারুবেহাগ রাগ।