ঘুচবে কালো জ্বলবে আলো প্রভুর দোয়া পেলে,
তাঁর চরণে মনে মনে দাওনা ভক্তি ঢেলে।
ভবের মাঝে সকাল সাঁঝে সময়টা ক্ষয় করে,
বৃথা কাজে থেকে লাজে যাচ্ছো এখন ডরে!
ভাবতে যদি নিরবধি কুকাজ করার আগে,
বিবেক বোধে নিতে শোধে নিজেকেই যে আগে।
সকল কাজে হিসেব রাজে চললে ধর্মের পথে,
কাটবে নিশা পাবে দিশা জীবন সুখের রথে।
ধরায় এসে রঙ্গ রসে থাকলে শুধু মজে,
আসল ভুলে নকল তুলে প্রভুকে না ভজে।
আপন দোষে বিধির রোষে করলে নিজের ক্ষতি,
প্রভুর চরণ করলে স্মরণ মিলবে পরম গতি।
সময় মেনে চলবে জেনে কোনটা ভালো হবে,
হিসেব যারা করে তারা ভবে সুখেই রবে।
পাখির গান আর নদীর তান সব প্রভুর মায়ায় গড়া,
ফুলে ফলে ভরে ঢলে বড়ো মনোহরা।
রেখো জেনে নিও মেনে যাবেই ছেড়ে ধরা,
সময় মাঝি যমের কাজী বিধির নিয়ম গড়া।
মনটা ভরে নাওনা স্মরে প্রভুর নামের মালা,
ঘুচবে ভ্রান্তি পাবে শান্তি হরে সকল জ্বালা।