হেঁটেছি মনের পিপাসা মিটাতে ধরিত্রী মাঝ কত,
মরীচিকা পিছে ঘুরে ঘুরে মিছে হলো বৃথা দিন গত।
আশার আধারে খুঁজে নিতে শুধু নিরলস থাকি কাজে,
অবহেলা ভরে থাকিনি কখনো রয়েছি দিবসে রাজে।
হৃদয় মাঝারে জাগরুক ছিল পাবোই পথের দিশা,
একাগ্রতা নিয়ে এগিয়ে চলেছি কেটেছে কতনা নিশা।
উন্মুখ হৃদয় প্রত্যয়ে নিবিড় ইপ্সিত ফলের লাগি,
উদ্যোগী কামনা পুরাবে বাসনা আশার স্বপনে জাগি।
নিরলস মনে নিভৃতে যতনে আরতি তাহারে স্মরি ,
ধর্ম কর্মে দানে ধ্যানে প্রভুর ভজনা করি।
কল্যাণ কামনা সকলের তরে আভূমি মস্তক নত,
রেখো প্রভু সাঁই কৃপার পরশে দিন হবে যবে গত।