তারপরেও হলুদ অপেক্ষার ঘাসে
সবুজ শরৎ ফোটে শিশিরের ভোরে ।
নদীর শুকনো স্মৃতির স্রোতে
জেগে ওঠে সপ্তডিঙা মধুকর ফুল ।
আমার অপেক্ষা ঝোলে লটকানো বাদুড়ের
আটকানো ঠ্যাং -এর সংশয়ে ।
আমার ধৈর্য্য ভাসে ভঙ্গিল পাহাড়ের
নিভন্ত পাতকুয়ো জলে ।
প্রকৃতির নির্ভুল নিয়মের পালে
প্রচন্ড ঝড়ের পাখা পালকের পাখি হয় একদিন ।
শুধু আমারই প্রচেষ্টার ফাঁকে মহা এক
মাকড়সার অপূর্ণ জাল বোনে
আশা আর নিরাশার অনন্ত মাকু ।