আশা ভরা মনে বাঁচি তার সনে
সেই সাথে থাকি কাজে ,
কত সাধ নিয়ে আশা ফুল দিয়ে
স্বপ্ন ডালি সব সাজে।
পথে বাঁধা পেলে যাব তারে হেলে
বুক ভরা বল নিয়ে,
সুখে কিবা দুখে রব হাসি মুখে
সব ব্যথা ঠেলে দিয়ে।
কত শত বাঁধা চোখে দেখি ধাঁধা
তবু হার নাহি মানি,
থির থেকে কাজে আশা দীপে রাজে
জয়ী হবো ঠিক জানি।
সৎ পথে চলে যাব সব দলে
নীতি কথা তাই বলে,
দুখী জনে দেখে মনে প্রীতি রেখে
হাতে হাত রেখে চলে।
আশা আর আশা মনে বাঁধে বাসা
তিলে তিলে গড়ি তারে,
শত রণ সনে আশা ভরে পণে
বাঁচি আমি বারে বারে।