আমরা যখন প্রথম গুহাকে প্রণাম জানিয়ে
নিজেদের বাসা গড়লাম ,
আমরা যখন পশু পাখিদের স্বাধিকার দিয়ে
নিজেরা আবাদ করলাম ,
মনে আছে বোন , আশাদের চোখে সবুজ স্বপ্ন
ভরপুর খিদে উদ্যমী মাটি উর্বরা কিসে জানলাম ।
তারপর যেটা প্রধান চালিকা হৃদি জোড় দেওয়া সাতটি
রাজার একটি মানিক ভালবাসাকেও চিনলাম ।
পিছে পিছে এলো ঈর্ষা শায়ক স্বার্থের বিষে বাহিত পাবক
মনে আছে বোন , শত্রুতা এসে তাড়াতে তাড়াতে
বাস্তুর মায়া জ্বালাতে জ্বালাতে আবার আমরা
একাকী দ্বীপের গহীন কোটরে ঢুকলাম ।
সেই থেকে শুরু অজ্ঞাতবাস নির্বাসনের দূষিত বাতাস
অস্ত্রের ঘায়ে পড়শির মাথা কাটলাম ।
এখন এসেছে নিরন্ধ্র রাত শুয়ে থাক বোন
গুটিগুটি মেরে কখন ফুটবে নতুন প্রভাত।
আমি জেগে আছি শুকতারা সাথী
বীজের আশায় চোখ মেলে চেয়ে রইলাম ।