যত দূরে যাবে তুমি আমার থেকে
তত বাঁধব হৃদয় ডোরে ,
প্রাণের বাঁধনে বেঁধেছি তোমাকে
সাধ্যি কার খুলতে পারে ।
যেখানে যাবে পিছু পিছু যাবো
দেখতে তুমি পাও বা না পাও ,
ছায়াসম আমার কায়া রইবে
তোমার সাথে, যেখানে তুমি ফিরে যাও !
নিত্যকালের সঙ্গী হবো তোমার
হাসিতে কিংবা রোদনে ,
ভালোবাসার সুতোয় জড়াব তোমায়
রাখবো হৃদয়ে সযতনে !
বাঁধ ভাঙ্গা এই প্রেমের জোয়ার
বুকেতে সইবো ব্যথা ,
তোমার হিয়ার পরশ লেগে
আশার তরী বইবে সেথা !
নাই বা পেলাম নাগাল তোমার
নাই বা পেলাম দেখা….
এ ভালোবাসা আমার হৃদয় পাতায়
রইবে ইতিহাসে লেখা