এক একটি বৃত্তের ভেতর এক এক রঙের আলো
খান খান হাসির মতো
উচ্ছ্বাস প্রণোদিত…
তবুও এক এক আলোর এক এক রকম
অদৃশ্য আশ্রয় ও নিভৃত আড়াল
শুধু আলোগুলো জ্বলতে জ্বলতেই
প্রতিটি বৃত্তের ভেতর খসে খসে পড়ে
একে একে প্রতিটি আলোর ফোঁটা
যেন কত না শৌর্য-বীর্য ঝরে পড়তে চাইছে
চতুর্দিকে আর তারই তীব্র আঁচ
ছড়িয়ে পড়তে চাইছে প্রতি পলকে পলকে
এই সমারোহ, এই নিবেদন প্রতিস্থাপিত হাওয়ায়
অতর্কিতেই নিঃস্পৃহ সময়ের দরজা খুলে দেয়
দেখি, প্রতিটি বৃত্তের ভেতর এক এক রকম
জন্মগ্ৰাম, এক এক রকম জীবন-যাপন এবং
কান্না-হাসি আর অবদমনের একই প্রত্ন-ভাষা
কেবল প্রতিটি বৃত্তের ভেতরে সমস্ত আলো ঘিরে
মুক্তির আকুলতার একই রকম অন্তর্বাস… ।