দেওয়াল
আদৃশ্য করতে
ভীষন যুদ্ধ
চোখের পর্দা সরতেই
অনাদ্য নীল চাদর
জড়িয়ে ধরে
আলোর তৃষ্ণা জন্মায়
শিরা উপশিরায়
এক একটা মুক্তো
শিখে শিখে
দরজায় ফুল ফোটে
স্বপ্ন হীন
সাদা পোশাক কে
কবর দিয়ে
তার উপর
জন্মায় ডালিম চারা
মেহেন্দি ও
ইচ্ছেদের মেহেফিল জমে
দুর্গন্ধ অত্মহত্যা করলে
নদীর থেমে যাওয়া
হার্টবিট সচল হয়