(১)
সবাই দেখি দিকে দিকে প্রতিবাদে সোচ্চার
অশান্ত চোখে দ্বেষ,সবেতেই কিছু না কিছু অনাচার।
কিন্তু যে জন্মাবার আগেই মৃত্যুকে আলিঙ্গন করে
পৃথিবীর আলো দেখার আগেই নিষ্ঠুর ভাবে মরে
শক্তির দম্ভ, আইনকে দেখায় কাঁচকলা
তখন প্ৰতিবাদী দেখি নীরব ,নিস্তব্দ… তারবেলা ?
নিরুত্তর, বধিরতায় পিছুপানে চায় এ কোন কালবেলা ?
ভ্রূণহত্যা আর নির্ধারণ দোষের কারণ
বিজ্ঞাপনও মেলে খবরে , কিন্তু বারণ-
সর্ষেই লুক্কায়িত ভুত – মনুষত্বহীন আচরণ।
আগামী কাল আসবে নারী-পুরুষের ভারসাম্যহীন অসমতা
এসো গর্জে উঠি,দেব ছুটি যত অবৈধ ,লোলুপ্ত আসাধুতা।
মানবী দুর্গারা আসুক ,আনন্দে ভাসুক শক্তির প্রাচুর্যে,
নারী শক্তি প্রকাশিত হোক চিরন্তন মাধুর্যে।
(২)
ইচ্ছাসুখের চতুর্দিকে বিড়ম্বনা, তবুও –
নেশাতুরা অন্যায্য অধিকারে আকাশ ভরে উঠেছে
তুমি বললে সুখ চাই কিন্তু সাংসারিক নিত্য কলহ কাম্য নয়…
তোমার অঙ্গনে যে ফুল ফোটে, সৌরভ ছোটে তটে, তটে
আশার স্বপনে বুক বাঁধে, নিত্য চাহিদার সমান্তরাল প্রতিবম্ব l
রাতে অনিশ্চয়তার ঢেউ, বাহিরে ফেউ
বঞ্চিনার ধারাপাত শটকে, ক্ষিণ আশায় ঘুম ভাঙে l