রাতের আকাশে আলোর রোশনাই।
আলোর উৎসবে মেতেছে দিপাবলীর মায়াবী রাত।
তবুও খুঁজছি অন্ধকারের রাতের আলোতে একবিন্দু আশ্চর্য আলো!
প্রেম নিভৃতে ছুঁয়ে যায় নিজস্ব চেতনায়।
যেমন করে পাথরের মূর্তিতে প্রেমময় আলো ঢেলে ছিল মীরাবাঈ, সুজাতা সিদ্ধার্থকে। কোনো প্রত্যাশা না রেখে আলোর প্রদীপ জ্বালি।
তোমায় ছুঁয়ে চলে যাই চিলে কোঠায় মনটায়।
প্রতিদিনের ফুরিয়ে যাওয়া, নতুন করে কুড়িয়ে
নেওয়া অন্ধকার আদীম।
একবিন্দু আলোর স্ফুলিঙ্গ নিয়ে,ভোর নেমে আসে অনন্ত আলোর খিদে নিয়ে।
ঠিকরে পড়ে আলো। আগুন পাখির ডানায় ঝিকমিকিয়ে ওঠে দিন। নতুন সুর্যের টুকরো টুকরো আলোর ফুলকি ছড়িয়ে পড়ে শিশির ভেজা নরম ঘাসে।
সেই আলোর ফুলকি কুড়িয়ে বাঁচার মতো বাঁচে কেউ। কেউবা অন্ধকারের কোলে গুমরে মরে। মহাকালের স্রোতে একটা করে দিন যায় আবার রাত নেমে আসে।
নির্মল আলোয় ফুলের মিষ্টি গন্ধে, পাখির কহুতানে জেগে থাকে কেউ সেই চিলে কোঠায় মনটায়।।