এতো আলো..!
সময়ের বুকে সরলরেখায়
সান্ধ্যশাঁখে, প্রদীপ শিখার আলোয়;
কার আগমনে উচ্চারিত হয় মন্দ্রধ্বনি..!
কালো আকাশের বুকে অগুনতি তারার আলো,
কালো মেয়ের পায়ের তলায় জ্বলে অনেক আলো।
আমিও নিজের বুকে একটা প্রদীপ জ্বেলেছি;
তুমিও বাইরে মুখোশ খুলে একটা প্রদীপ জ্বালো —
এ রাত আশীর্বাদ দিয়ে বলে, স্বপ্ন দেখ;
এবং যতোক্ষণ না শুনতে পাও সত্যের গান
হৃদয়ের অনেক গভীরে,
জরাগ্ৰস্থ কালে এটাই সঠিক সময়
ভিন্নতা ভুলে উৎসবের আয়োজনে
ভালোবেসে একটি প্রদীপ জ্বালো…