পাইন সারির পাকদন্ডী বাঁকে
রোদের মিষ্টি ছোঁয়ায়,
অরণ্য বুকে ঘুরছিলে তুমি
আনন্দে অজানায়।
আমি তখন অষ্টাদশী
থাকতাম পাহাড় গহনে,
ঝরনা ঝোরায় জল নিতে এসে
দেখা হলো তোমা সনে।
হাসি মুখে তুমি চেয়েছিলে জল
দিয়ে কত পরিচয়,
এক লহমায় আলাপ আবেশে
হয়েছিল প্রেম বিনিময়।