শরীরের রক্ত গরম হয়ে উঠছে না!
রোমকূপ খাড়া হয়ে উঠছে না!
যুদ্ধবিধ্বস্ত বিদেশে মৃত্যুমুখে
আমাদের পরবর্তী প্রজন্ম,
এক ছাত্র ইতিমধ্যেই নিহত,
যুদ্ধের সাতদিন অতিক্রান্ত,
উলঙ্গ রাজা ভোট প্রচারে মত্ত!
সামন্তরা ভোটের ফল নিয়ে ব্যস্ত।
জাগবো আর কবে আমরা??
মানুষ হয়ে উঠবো কবে আমরা??
চতুর্থ স্তম্ভ আজ দালাল – গ্রাসে!
আমাদের কলম হোক ব্রহ্মাস্ত্র,
গর্জে উঠুক আসমুদ্রহিমাচল,
মরতে বসেছে আমাদের সন্তান,
ঘরে বসে ফেললে হবে না চোখের জল।