রোজ ভাবি সকালে পড়া
আবার সন্ধ্যায় পড়া
বিকাল বেলায় খেলা।
দিনের পরে দিন চলে যায়
মাসের হলো সারা।
এইভাবেই চলে গেলো
পাঁচ থেকে ছয় মাস।
স্কুলে তখন দিয়ে দিলো
পরীক্ষা নেওয়ার চাট
মাথায় ভেঙে পড়ল বাজ।
পরীক্ষার হলে বসি যখন
সরস্বতী মাকে ডাকি তখন
মাগো আমায় পাশ করে দাও
আর দেবো না ফাঁকি।
পরীক্ষা যেই হয়ে গেলো
আবার ফাঁকি শুরু হলো
মায়ের কাছে দেওয়া শপথ
ফেসবুকেতে তলিয়ে গেলো।
সারাদিনটা বই পড়া ছেড়ে
মোবাইল আর আড্ডায় গেলো
এই ভাবেতে কাটলো আবার
আরও কয়েক মাস।
অবশেষে ফিরে এলো
পরের পরীক্ষার দিন
আবার তখন মাকে ডাকি
মাগো আমায় পাশ করে দাও
আর দেবো না ফাঁকি।।