কেমন করে চাইবে বোলো আগেই
পেরিয়ে গেছে বসন্ত কাল কত ,
আজ ফুটেছে প্রৌঢ় বিকেল আলো
অজয় নদের নাব্যতাটাও নত ।
সাবেক চিঠির পাট রেখেছি বজায়
আমার চিঠি হলুদ খামে যায় ,
সবুজ হয়ে আবার ফিরে আসে
কী লিখেছো সত্যি বোঝা দায় !
জানার ইচ্ছে কেমন অনুভূতি
মনের ভিতর ঢোকার অভিলাষ ,
আর কিছু নয় তোমার চোখের তারায়
ভাসছে কিনা ভাবার অবকাশ ।
ভাবনাগুলো আনন্দে কী নাচে !
নয়তো শুধু প্রেমের অপচয় ,
সুক্তো- ডালে ফোড়ন দেওয়া ভুলে
আকুল-লতার পাও কী পরিচয় !
যে গান আমি শুনতে চেয়েছিলাম
তার কলি কী গুনগুনিয়ে গাও ?
তন্ত্রী শিরায় অশান্ত উসখুশ
চিঠির জন্যে ঘড়ির দিকে চাও ?
আমার খুশি জীবন ভরে আছো
বছর বছর থাকুক এ সম্মতি ,
আর কিছু নয় , শুদ্ধ মনে রেখো
প্রেমিক তোমার কমায়নি তার গতি ।
হতেই পারে হঠাৎ করে দেখা
সে ক্ষণ কেমন জানতে দেরি , চলো
প্রৌঢ়া চুলে পাক ধরেছে বোধহয়
পদ্ম পাতায় থাকুক টলোমলো ।