রথের রশিতে পড়ল আষাঢ়ের পুণ্যদিনে,
পুণ্যদিনে হল শারদার কাঠামো পুজো,
পুজো মন্ডপের খুঁটি পুজো হল,
হল পার্বতীর পুনরাগমনের শুভ সুচনা,
সুচনা হল নব পরিধানের প্রস্তুতি,
প্রস্তুতি শুরু হল ভ্রমণের সূচীর,
সূচীর শুদ্ধতা রুচিকর প্রতিযোগিতা শুরু,
শুরু হল সুনীলে শুভ্রমেঘের উড়ানের
উড়ানের ব্যস্ততার শুরু নীলকণ্ঠ পাখীর,
পাখীর চোখের দিকে সকলের
নজর,
নজর শারদীয়ায় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা উদ্যোক্তাদের,
উদ্যোক্তাদের মেলা মহালয়া
থেকে শুরু,
শুরু আর কয়েকটা দিন অপেক্ষার,
অপেক্ষার দিনগোনা মা শারদার
রথের।