এত রাত। এত একা থাকা। তবু ঘুম হয়না কোনোদিন।
দেখা হয়না ঘাসের ফাঁকের অন্ধকার, বাঁশের কোলে চাঁদ
জেগে থাকি। রাত সুন্দর
আমি সুন্দরের পূজারী, তুমি রাতেরই মত
আরামপ্রিয়
সকালের প্রয়োজনে বুড়ো হয়ে উঠি।
কাঁটার আঘাতে ক্ষত, গোলাপের সামর্থ্য কাঁটা,
তুমি ক্ষতেরই মত।
জেগে থাকি। জেগেই আছি।
এবারে ফুটবে ফুল, আঘাত, ঋণ
এত ঘুম। এত কবিতা চারিদিকে
এত প্রেমে পড়তে হয় প্রতিদিন!