সারাদিনের ক্লান্ত পাখি,
গেছে ফিরে আপন নীড়ে।
বাতায়নে বসি একেলা,
আমি খুঁজে ফিরি কারে !
আকাশ পানে নয়ন কেন
ধায় বারে বার !
পাখি কি আসবে ফিরে
আরও একবার !
সম্পর্কিত পোস্ট
তুমি তো জানতে || Jharna Das
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
তুমি তো জানতে, আমার রাতের আকাশে জ্বল জ্বল করতে থাকা…
মেঘলা আকাশ || Jharna Das
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
কবিতারা আজ নিয়েছে বিদায়, তুমি পাশে নেই তাই!কলমের কালি হয়েছে…
ঝিনুক || Jharna Das
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
সমুদ্রের বেলাভূমিতে ঝিনুক কুড়িয়েছি আমিনা! মুক্তো পাবার আশায় না!অনেক ঝিনুকের…