আয় মা দুর্গা মহামায়া
ঘোটকে চড়ে আয়,
দুঃখ কষ্ট সংহার ঝড়
কেমন করে বায়।
ব্যথা দুঃখ ঘুচাবি বল
শূন্য আঁধার ঘর,
তোর পরশে ঘুচুক তমা
রৌদ্রোজ্জ্বলে ভর।
মহামায়া কাত্যায়নী
পাপের করো নাশ,
ত্রিশূল হাতে বিনাশ করো
টেনে ধরো রাশ।
অসুর রূপী মানুষ গুলোর
মুখোশ খোলার দিন,
ভালো মানুষ স্নেহের কাঙাল
বাজাবে যে বীণ।
বাপের ঘরে মহামায়া
সংহারিণী রূপ,
শারদ কালে আসে মর্ত্যে
মহাদেব রয় চুপ।
বারি ঝরে নয়ন থেকে
প্রেমে ভাসে সব,
চণ্ডীপাঠে মুগ্ধ ভক্ত
মুখে নাহি রব।