আজ আঁকতে গিয়ে মেঘমালার স্বপন ঘেরা ছবি,
চাইছি হতে আনন্দময় হাসিখুশি প্রফুল্লিত কবি,
সব দুঃখ ভেলা ভাসিয়ে দিয়ে ফল্গুনদীর ধারাতে,
মেঘমালার সাথে ভাসিয়ে ভেলা , সবার মন ভরাতে।
আসুক নেমে বৃষ্টিধারা , ঝমঝমিয়ে ঝরুক অবিরত,
দুঃখ ভুলে সবাই মিলে , হৈচৈ আর আনন্দেতে মাতো,
ও ছেলে তুই ভিজিস কেন? নেই কি তোর ছাতা?
ভাঙা চালের বৃষ্টি ধারায় ভিজল কাপড়-কাঁথা?
সব ভুলিয়ে দে না আমায়, ও আদরের মেঘমালা,
একটি দিন হই ছোট্ট আমি, দে ফিরিয়ে মেয়েবেলা।
কাল বৈশাখীর দিন, সবাই মিলে আম কুড়ানোর ধুম,
আজ দিনরাত কাটে , দুঃস্বপ্নের ছায়ায় নিঃঝুম র্নিঘুম! !
তাই তো বারবার বলি , আয় ঝমঝমিয়ে অঝোর ধারায়,
যাই তোর সাথে হারিয়ে, অতীত দিনের সোনালী ছায়ায়,
কোন দুরের রুপকথার রাজ্যের সেই মেঘের দেশ,
সমস্ত বেড়াজাল ভেঙে ফেলে,থাকবো দুজনে বেশ।।।