আয়রে ছুটে নবীন সবে
উড়িয়ে কেতন খুশির রবে
দেশের সেবার জন্য,
দেশের সবার হলে ভালো
জ্বলবে মনে খুশির আলো
জীবন হবে ধন্য।
স্বার্থ লোলুপ মানুষ যারা
দেশের ক্ষতি করছে তারা
তাদের শাস্তি দিতে,
দৃঢ় কঠিন মনের বলে
অন্যায় নাশে এসো চলে
শপথ রেখে চিতে।
দেশটা জুড়ে গরীব দুখী
ক্ষুধার জ্বালায় অশ্রু মুখী
পায়না তারা খেতে,
সময় পেলে তাদের হাতে
দিলে তুলে ডালে ভাতে
খুশিতে খায় মেতে।
উন্নয়নটা আসলে দেশে
সব মানুষে খুশির রেশে
ভরপেট খাবার পাবে,
শিল্প উদ্যোগ বাড়বে যত
কর্ম সংস্থান হবে তত
দুঃখ ঘুচে যাবে।