পুলিশ , নেতা , মন্ত্রী , ধর্মগুরু , প্রভাবশালী
এদের কতো নিরাপত্তা ,
আইনকে বুড়ো আঙুল দেখিয়ে
ক্ষমতার আস্ফালনে আমরা
ভয়ে জড়োসড়ো ,
কারণ আমরা অসহায় ।
মস্তানেরা দলবেঁধে ঘুরে বেড়ায় বেপরোয়া ,
তাদের মাথার ওপর থাকে ক্ষমতার ছাতা ,
আইনের সাথে তাদের গোপন বন্ধুত্ব ।
আর আমরা আমাদের চোখের জল
লুকোতে চাই একে অপরের থেকে ।
সাধারণ মানুষ কোনোদিন
ভালোকে সমর্থন করে না ,
কারণ ভালো কাজে থাকে
অসহ্য কষ্ট , অপমান ও বিপদ ।
আমরা অসহায় যারা
আলোর প্রতীক্ষায় অন্ধকারে
বাস করি আর কাঁদি ।
