ফলের রাজা সুমিষ্ট আম
নানান রকম নাম,
ভালোবাসে সবাই খেতে
তাই বাজারে দাম।
পাকা আমে আম বাঙালি
আম জনতার পণে,
ফলের রাজা আসবে ঘরে
হু হু করে মনে।
গ্রীষ্ম মানে আম্র মুকুল
কোকিল পাখির ডাক,
আমের ফলন এবার হবে
বাজে জয়ের ঢাক।
ল্যাংড়া ফজলি হিমসাগরে
চলছে বাজার দরে,
জামাই ষষ্ঠী এসে গেল
চলো শ্বশুর ঘরে।
কাচামিঠে ও আলফানসো
কত রকম নাম,
দাবদহে আম্র ষষ্ঠী
হচ্ছে কেবল ঘাম।
আমে আমে আম বাঙালি
ডুবেই থাকে আমে,
জেলাগুলি বিখ্যাত যে
নানারকম নামে।