ফেরিওয়ালা হাঁকতো পথে যেতে
শৈশব যেন স্বর্গের পারিজাত
কাকভোরে দেখি আলপথ ঘেরা ক্ষেতে
সোনায় ঢাকা এক মুঠো সাদা ভাত ।
প্রজাপতির মিছিল বাগানজুড়ে
রংবেরঙের পুষ্পে আসর সাজে
মৌমাছিদের চঞ্চলতার সুরে
নিঃশব্দে বসন্ত্ বাহার বাজে ।
কৃষ্ণচূড়ার লালে আকাশ লাল
দ্রাঘিমা জুড়ে গোধুলি বেলার রঙ
তরণী ছোটে তির্ তির্ কাঁপে পাল
মেঠোপথ জুড়ে গাজন মেলার সং ।
অবুঝ শিশুর চিৎকার ক’রে কাঁদে
মায়ের আকুল আকুতিও বৃথা যায়
ঊর্ণনাভ বেভুলে নিজের ফাঁদে
ছোটবেলা যেন রূপকথা খুঁজে পায় ।
সময় বোনে নকশীকাঁথায় ফুল
লাল নীল সুতো সাজিয়েছে ছবিঘর
স্মৃতি ঢেউ তোলে সুখে ঢাকা নদী কূল
পুতুল খেলার আমি বউ তুই বর !