কবিরাই কবিদেরকে দিচ্ছে ভয়
নেই প্রতিবাদ; নেই শোক মিছিল;
কলম ধরে ভাবছি আমি একোন কবি অসহায়?
কোলের শিশু মরছে মরুক
আমার পাশের কেউ পোচছে পচুক
চুপটি করে বসে থেকে—-
তামাশা দেখার কবিদের পাল্লা ভারী,
আমার মত এক কোণে পড়ে থাকা
কবির প্রতিবাদ করার নেই কোন উপায়।
আমাকে শুধু দিন রাত ভাবায়–
এই মহামান্য কবিরা মানুষের দেয়া শ্রদ্ধা;ভক্তি;ভালবাসা কি করে পায়?
এইসব সুবিধাবাদী কবির দলেরা মঞ্চে উঠোনা…
সমাজ দেখে লজ্জা পায়, সমাজ কষ্ট পায়
তাকিয়ে তাকিয়ে দেখছো কি?
আজ সমাজ এবং প্রতিবাদী কন্ঠ বড় অসহায়
জানি তোমাদের দলে ভারী বড্ড
তাইতো তোমরা আমার মত কবিদেরকেও দেখাচ্ছ ভয়
তোমরা কিসের কবি?
তোমাদের কি কবি মানায়?
তোমাদেরকে শিক্ষিত মানুষ বা বুদ্ধিজীবী বলে কেউ করবে না গণ্য
মূর্খ হলেও সচেতন হয়ে থাকা সেই মানুষই যে মহামান্য
পাশ্চাত্যের মতো আজও ঘড়ির কাঁটা ঘুরছে
আমার মনোবাক্যের কথা ইতিহাস যেন কাটায় কাটায় বলছে।