আমি জন্মেছিলাম কোন এক শরতের বিষন্ন সন্ধ্যায়;
তাই ভালোবাসি নিস্তব্ধ নির্জন নিশি।
হাত বাড়িয়ে ছুঁতে চেয়েছিলাম দিগন্তের নীল;
তাই ভালোবাসি নীলাকাশের সুনির্মল হাসি।।
আমি জন্মেছিলাম সবুজেঘেরা ছায়াঘন গ্রামে;
যেখানে কদম গন্ধরাজ ছড়ায় তার স্নিগ্ধ সুবাস।
তাই দেখেছি দুচোখ ভরে নদীর পাড়ে কিমবা ঝিলের ধারে;
ফুটে ওঠা শরতের শ্বেত শুভ্র কাশ।।
আমি জন্মেছিলাম কোন এক কার্তিকের নবান্নের দেশে;
কিন্তু ভালবাসি বর্ষার আনন্দধারা।
আমার জীবন বৈতরণী ভেসে চলে গতিচঞ্চল;
বুকে জমা সাগর জলের প্লাবনধারা।।
আমি জন্মেছিলাম এক গোধূলির রক্তিম আভায়;
বেঁচেছিলাম কোলাহলহীন অসীম শূন্যতায়।
তাই শরীরে আমার আজও পলাশের রঙের নেশা;
ফাগুন খেলে প্রতিদিন আমার দু-চোখের ছায়ায়।।