আমি এসেছি,
চেয়ে দেখো
আমি এসেছি তোমার কাছে ; বহুদূর থেকে ঝোপঝাড় পেরিয়ে,
এসেছি আমার শরীরের ঘাম ঝরিয়ে
তোমার কাছে
তোমার ঘামের গন্ধ নিতে।
এসেছি সুদূর থেকে স্বপ্নের শাঁখটি বাজাতে
বাজেনি বহুদিন অলস বেলায়
ধূলোয় চাপা পড়ে আছে।
আমি এসেছি
তোমার ভুল ভাঙাতে
যে ভুলের মালা গলায় নিয়ে
বসে আছো তুমি ,
সেই মালা সরিয়ে তোমার গলায়
জড়িয়ে দেব চন্দ্রমল্লিকা।
তুমি এ নেবে কিনা জানিনা
তবুও এনেছি দেখ কত উপহার।
এনেছি সুদূর থেকে ক্ষুদ্র এই হৃদয়।
প্রাণমন সঁপে তুমি চলে এসেছিলে ,
অনুরাগ ছিল কিছু , কোন অভিযোগ নেই
আজও কেন তবু দূরে সরে থাকো?
আমি এসেছি,
চেয়ে দেখো আমি এসেছি
তোমার কাছে
তোমার হৃদয়ের উত্তাপ পাব বলে
জানি তুমি পারবে না ফেরাতে
তাই ৩ আমি আসি ফিরে ফিরে ,
আমি এসেছি
চেয়ে দেখো ,আমি এসেছি তোমার কাছে।