আমি এক যাযাবর
ঘুরতে থাকি চরখীর মত।
নেই কোনো ঠিক-ঠিকানা
না আছে ঘর-দোর পূরানো।
বসে যাই কিছুক্ষন
যদি পাই ভালবাসার ছায়া।
হৃদয়ে লাগে শীতল স্পর্শ যথা,
ভালবেসে কয় কেও ছোট্ট কথা।
ভাল লাগে বাচ্চাদের মিষ্টি হাসি
পুলকিত হৃদয়, দেখি সুন্দর শিশু হাসি-খুশি।
অন্ধকার রাতে চাঁদ-তারা
লাগে নূতন বধূর মত।
পিপলের সঘন ছায়া
যেন মায়ের আঁচলের মায়া।
ঘুমিয়ে পড়ি অকাতরে,
শিশু ঘুমায় মার কোলে।
হেরি প্রকৃতির রূপ মনোহর
হৃদয় নাচে দেখি মুখ সুন্দর।
ঘুরি-ফিরি অনাব্রত
জগৎ লাগে নিজের মত।