জন্ম লগ্ন হতে আমি রয়েছি একাকি,
কত লোক প্রয়োজনে আসে মোর কাছে;
হৃদয় ব্যথা সারাতে মহৌষধি নাকি,
জন্ম সার্থক আমার যদি প্রাণ বাঁচে।
আমার বল্কল কেটে নিয়ে যায় লোকে ,
আঘাতে বেদনা হলে চুপচাপ থাকি;
আসে সবাই হেথা ভুক্ত ভোগী শোকে,
আমার বল্কল রসে ঘুচে ব্যথা নাকি।
ক্লান্ত পথিক বিরাম লয় বৃক্ষ তলে,
শাখা মেলে দুলে দুলে দেই তারে ছায়া;
কখনো পাখিরা বসে কত কথা বলে,
মৃদু হেসে শুনে সব জাগে বড়ো মায়া।
ধন্য জীবন মেনে যাই সব দেখে,
আমার বল্কলে সুখ নিক সবে মেখে।
সনেট
রীতি:- শেক্সপীয়রীয়
ছন্দ:- কখকখ,গঘগঘ,চছচছ,জজ
মাত্রা:-৮+৬