কে বলে নিঃশেষিত?
নিঃশেষিত হতে হতে তবু সব নিঃশেষিত হয়নি এখনো!
মদের পাত্রের ঠোঁটে শেষ মদিরার চিহ্ন
কে কবে মুছেছে ঠোঁটে? কার সাধ্য, কতদুর পারে?
নিঃশেষিত হইনি ভিতরে।
থরে থরে মাটির পাত্র জুড়ে
আমি আছি শেষ মদ!
কেউ তাকে পারবেনা চুমুকে সরাতে!
কে বলে নিঃশেষিত?
নিঃশেষিত হতে হতে তবু সব নিঃশেষিত হয়নি এখনো!
মদের পাত্রের ঠোঁটে শেষ মদিরার চিহ্ন
কে কবে মুছেছে ঠোঁটে? কার সাধ্য, কতদুর পারে?
নিঃশেষিত হইনি ভিতরে।
থরে থরে মাটির পাত্র জুড়ে
আমি আছি শেষ মদ!
কেউ তাকে পারবেনা চুমুকে সরাতে!