তুমি কি আমার একটা কবিতা শুনবে ?
জানি শুনবে না
তুমি কি আমার একটা কথা শুনবে ?
জানি শুনবে না
তুমি আমাকে একটা কথা বলবে ?
নাকি তাও বলবে না ?
যতক্ষণ কিছু বলবে না
আমি ততক্ষণই তোমার চোখের দিকে একটানা তাকিয়ে থাকবো;
জানি।
তুমি কিছু না বলতে চাইলেও
আমার চোখ হতে তুমি চোখ সরাতে পারবেনা
এখনো কি বলবে তুমি আমাকে ভালোবাসো না ?
এখনো কি বলবে আমি তোমাকে একটুও ভালবাসতে পারিনি ?
বলতেই পারো এমন
ভাবতেই পারো এমন
তোমার এই বলা এবং ভাবার পরেও তুমি আমার
এতসবের পরেও জেনে রেখো আমিও তোমার।