আমায় ভয় দেখিও না,
তোমার ছোবলের বিষ কণ্ঠে ধরে
নীলকণ্ঠ হতে আমি সক্ষম।
তবু যদি প্রাণ যায়
অনাগত শতাব্দীতে গবেষক
হৃৎপিণ্ডের ঠিক ওপরের পাঁজরের ফসিলে
মিনা করা তোমার অবয়ব দেখে সাগরে পড়বে।
জন্মান্তরে আমি আরো বেপরোয়া হব
প্রমত্ত বিবেকের বল্গা ছিঁড়ে
ন্যায়নীতির তোয়াক্কা না করে
গোটা বিশ্ব চষে তোমায় বের করে
অতৃপ্ত পিয়াসী আত্মার তিয়াসা মেটাব…
অভিসম্পাতের ভয় দেখাচ্ছ ?
ইন্দ্রের মত দেহে সহস্রলোচন প্রকট হলেও
সগর্বে স্বচ্ছন্দে প্রকাশ্য রাজপথে দাঁড়াব-
চণ্ডীদাস- রজকিনী লায়লী মজনুর লোকগাথার পাশে
সংযোজিত হবে আরো দুটো নাম-
তোমার আর আমার।