কখন যে কি হয়–ভুতে চেপে রয়।
খিলখিলিয়ে হাসি-আমি দেখতে ভালো বাসি ।
কিন্তু সে যে বড় দামি-তারেই খাবো আমি হামি।
চলতে ফিরতে বলে-দেখো হাসবো ছলে বলে ।
মাথার ব্যামো যার-হাসি যে তার পর।
কিন্তু খেপা খুজে-ফেরে পরশ পাথর ।
আজ ভাবি আমি-করবো না মাফ্
হোক্ না সে কথা-আড়া চৌতাল।
ভবি ভোলার নয়-আবার সে করে ভেঙে তিনতাল ।
এমনি করেই দিন যে গেল-মাধবী নিশীথিনি।
তোমার আমার এমনি জোড়া-ভাঙে কে তা শুনি?
তবু ও বলি নত তুমি হলে পরে-হবে এমন গুনি।