আমি তরল, আমি গরল, আমি সরল
আমি কঠিন, আমি গহীন
আমি অগ্রজ, আমি সহজ,
আমি গুপ্ত, আমি সুপ্ত,
আমি সৃজন, আমি প্রকারভেদী সিঞ্চন।
আমি শব্দ ললাটে কপাল ফাটানো সেই বিদ্রোহী মনোবল
আমি হেঁকে উঠে বেঁকে বসা সেই দানব বিধ্বংসী চঞ্চল
আমি উত্তাল মেরুর কিঞ্চিৎ দাবানল
আমি ভাবনার ইমারত খসে-পড়া যন্ত্রণার সমতল
আমি প্রবল তুফানে সাগর মাতানো প্রাণ কাড়া আর্তনাদের সম্মুখীন
আমি মেঘে ঢাকা উচ্ছ্বাস
আমি বারো মাস তোমার চেতনার প্রদক্ষিণ,
আমি বিলুপ্ত পথের প্রলিপ্ত শিখা
আমি অন্ধ তারার দিগন্ত বাসনা।
আমি পিয়াসু নাগরিকের চেতনার আবির্ভাব
আমি নদীর দীর্ঘায়ু
আমি জলবায়ু;
আমি কোন অকৃত্রিম আবিষ্কার
আমি প্রতিবাদের নিশানা
আমি চূড়ান্ত তিরস্কার;
আমি হিতের বিপরীত বাক্ ধ্বনি
আমি অ-শুভের ধ্বংসের সেই শক্তিশালী সিম্ফোনি
আমি প্রকাশ্য তলোয়ার
আমি নব প্রজন্মের মুক্তবাণীর চির দুর্বার
আমি চিৎকার;আমি ঝংকার।