বড়লোকদের অভিশাপ নিয়ে নিত্য বড় হই
ছেলেটার স্কুলের খরচ,খাবার-দাবার,কিনতে হবে বই ।
ওঁদের আদেশ হয় পুজোর প্রসাদ ,
দিনগুলো এসে দাঁড়ায় সামনে বিতির্ষ্ণ যন্ত্রনার বাতাস ।
শিক্ষিত বেকার যুবককে যদিওবা নাহি মানায় ;
তবু ইজ্জ্বতের বোকা ব্যাগ পকেটে নিয়ে
মিথ্যের প্রেরণায় ওদের দরজায় আসতে হয় ।
থাকলে ডিগ্রি হবেনা চাকরি;
ওরে ভাই অয়েল মেশিন চাই
কি যে করি!এক্কেবারে না খেয়ে মরি ?
বাবুদের মারি অয়েল
ভাগ্যের ডিমগুলো সব হয়ে যায় বয়েল ।
সত্তা,সত্তা,সত্তা।বেঁচে থাকার সত্তা।
ধুৎ। আমার আবার জীবন ?
এতো সাত গোয়ালের প্রেতাত্মা ।
জাতিস্মরের আয়নায় ইহ জনম প্রহসন
উদ্যেশ্যহীন গন্তব্যের মিথ্যের প্রতিক্রিয়ার আমিই সেই আসন।
ধন্য তবু ধন্য , বাবুদের পকেটে আমার দুমুঠো অন্ন ।