বাংলা আমার বাংলা তোমার
বর্ণমালা মাতা,
রক্ত দানে শহিদ প্রাণে
খুলে ভাষার পাতা।
বছর ঘুরে বাংলা জুড়ে
একুশ যখন আসে,
ঘাসের ডগায় হীরক কণায়
বর্ণমালা হাসে।
সালাম শফিক জব্বার রফিক
আরো শহিদ বীরে,
রক্ত ঝরায় বর্ণমালায়
আনলো বঙ্গ নীড়ে।
করলো আলা বর্ণমালা
মনের আকাশ জানি,
মা ডাকে তে মন মাঝেতে
খুশি ছড়ায় মানি।
বর্ণমালা জুড়ায় জ্বালা
প্রীতির পরশ রাখে,
মধুর ভাষা জাগায় আশা
ভালোবাসা মাখে।