সবকিছু একটু একটু করে হারিয়ে গেছে
এতদিন যা কিছু ছিল আমার।
হয়তো কিছুই আমার ছিল না,
ভুল ধারণায় আঁকড়ে ধরতে চেয়েছিলাম যা কিছু।
আজ সবই মরিচীকার মতো মিলিয়ে গেছে!
শূণ্য নদীর তীরে আজও বসে আছি,
পানসিখানা ভাসিয়ে দিলে যেদিন !
বাধা হয়নি, শুধু অশ্রুসিক্ত করেছি কপোল।
না তুমি বুঝতে পারো সেটাও আমি চাই নি।
এখন আর আমার গৃহে ফেরার তাড়া নেই,
দিনে রাতে জমা খরচের হিসাবও রাখিনা আর।
শুধু স্রোতের অনুকূলে তরতরিয়ে ভেসে চলা
তোমার পানসি টা দেখবো।
তাই এই অপেক্ষা,
আমার পথ চাওয়া!