আমার নিহিত নীলে তোমার নীলিমা ।
কিভাবে গোটাবে টান
চারিদিকে টানটান প্রীতির মহিমা !
পৃথিবীর শেষ রাতে আবারও ভোরের গন্ধে
নিতে হবে ফুটি ফুটি ফোটার প্রস্তুতি ।
আমারই সূর্যবীজে মরুছায়া হওয়া
জাতিস্মর , তোমার নিয়তি ।
যদিও সাময়িক বিজয় পতনের মুহুর্মুহু শব্দে
মর্মাহত গুমোট গ্রীনিচ সময় ,
তবুও মনের ভিতরে মন
সৃজনের অগ্রপথিক ,
সবুজের স্বপ্ন স্বাদ অনুবাদ
অব্যয় দরকারি হয়তোবা সেরা অপচয় !