তোমার কোলে প্রথম দেখেছি আলো
ব্যতিক্রমী শিক্ষিত ছিলে খুব
দশভুজা মা সবার করেছো ভালো
সংসার কাজে অথৈ জলে ডুব ।
কথাচ্ছলে কাব্যের কথাকলি
একলা দুপুর গীতাঞ্জলি হাতে
সকাল সন্ধ্যা সঙ্গীতে অঞ্জলি
লেখাপড়া চলত সারা রাতে ।
তিনকন্যা তিন রত্ন যেন
তোমার শিক্ষায় মাস্টার্স আজ তারা
কাব্য লেখা ছাড়লে তুমি কেন ?
কোন চিন্তায় মা গো তুমি দিশেহারা ?
মা কি কারো সকল সময় রয় ?
তোমার মা আজ তাইতো অনেক দূর
আমাদের এই জীবন তুমিময়
বলো না মা কাটলো কোথায় সুর ?
কেন তুমি এত উদাস হলে ?
অভিমানটা ভুলেই গেছো প্রায়
বাবার শরীর অসুস্থ তাই বলে
ভুলতে চাইছো তোমার সকল দায় !
ভুললে কেন চলবে বলো মা ?
কলম ধরো , আগের মতো হও
একবারটি ঘুরতে চলো না
আবার মা গো অনেক কথা কও ।
আবার হাসো আগের মতো করে
সাজো আবার চিরন্তনী সাজ
মহামারীর শেষে নতুন ভোরে
ফিরুক আবার পুরোনো সব কাজ ।
ফিরুক তোমার হাতে মুঠোফোন
সারাদিন জুড়ে গল্প করার সুখ
ঝংকৃত হোক ঘরের প্রতি কোণ
কাব্য লেখায় মন থাক উন্মুখ !
বাবাকে আবার শোনাও গেয়ে গান
আগের মতো আবার হাঁটবো চলো
বাবার সাথে হোক না অভিমান
“ভালো আছি” একবারটি বলো ।