ভাবছি ,একটা চাঁদ আঁকব।
না!ঠিক পূর্ণিমার মতো গোলাকার নয়—
পূর্ণিমার বাসর জাগা প্রতিপদের চাঁদ,
ক্লান্ত অথচ স্নিগ্ধ!
বুভুক্ষু মনে ঝলসানো রুটি সে নয়—
আপন রূপালী রূপে কৌমুদী প্রতিভাত।
ঈর্ষা আর অসূয়ার অবিলতা হতে সহস্র যোজন দূরে,
তমসার বুকে এক ফালি স্মিত হাসি সে।
পাহাড়ি নির্জনে মধুচন্দ্রিমায় ব্যস্ত শুক সারির প্রেমের নীরব সাক্ষী।
কোনো এক বসন্তের ভোর রাতে ডেকে ওঠা কুহুর একনিষ্ঠ শ্রোতা।
জনপ্রিয়তার আড়ালে থাকা শিল্পীর প্রেরণা সে।
অখ্যাত শিল্পীর বিখ্যাত হওয়ার বাসনা যেমন নেই,
চাঁদেরও নেই তেমনই কোনো আকাঙ্খা সোহাগের রঙ মাখার—
সীমাহীন নীলের মাঝে একটুকরো বিচ্ছুরণ!
শুধু ভয় হয় গ্রহণ!
ভয় শুধু কলঙ্ক দাগ!