লেখার কথা ছিল অনেক কিছু
লেখা হলো না;
শেখার কথা ছিল অনেক কিছু
শেখা হল না;
দেখার কথা ছিল অনেক কিছু
দেখা হলো না;
যাবার কথা ছিল বহুদূর
যাওয়া হলো না;
বলার কথা ছিল আরো কিছু
বলা হলো না;
জানার কথা ছিল আরও কিছু
জানা হলো না;
নিষ্ঠুর পৃথিবীতে—————
হীমেল হাওয়ার সাথে মিশে যাওয়ার কথা ছিল
মেশা হলো না;
কলঙ্ক বেছানো জীবন হতে ছুটে পালানোর কথা ছিল
বেঁচে থাকার দায় আর দায়িত্বের কথা ভেবে–
সাজার মালা গলায় পড়ে পালিয়ে যাওয়া হলো না।
প্রতিশোধ ভুলে গিয়ে প্রতিরোধ জন্মানোর কথা ছিল;
অবনতি থামিয়ে অবগতি ঢেলে দেবো কথা ছিল;
মনোবাঞ্ছা পূরণ হলো না,
কথা ছিল অনুকরণ ভেঙে ফেলে অনুসরণের স্থাপন করব;
স্থাপন করা হলো না।
শিখতে শিখতে শিক্ষক হওয়ার কথা ছিল
শিক্ষক হওয়া হলো না;
লিখতে লিখতে লেখক হওয়ার কথা ছিল
লেখক হওয়া হলো না;
দেশের কথা ভাবতে ভাবতে ভেবেছিলাম দেশপ্রেমিক হব
দেশপ্রেমিক হওয়া হলো না;
আমি এক পরাস্ত কবি
আমার আর কিছুই হওয়া হলো না।